ভারত থেকে চোরাই পথে আসা ৩৬ লক্ষ টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ। আজ বুধবার (১০ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে। গনমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে শহরের এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড এর অফিস থেকে চোরাই পথে আসা এই বিপুল পরিমান ভারতীয় মোবাইল এক্সেসরিজ আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত মালামালের বৈধ কোন মালিক বা কাজগপত্র না থাকায় মালগুলো জব্দ করা হয়। পরে থানায় মামলা হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, এই চোরাচালানির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ কাজ করছে। জব্দকৃত মালামালের মধ্যে দুই হাজার ৪’শ পিছ মোবাইলের এলসিডি ডিসপ্লে রয়েছে। যার বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা
বিডি প্রতিদিন/ আশিক