গাজীপুর কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে প্রধান পলাতক আসামি স্বামী সুজন আহমেদকে গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড কম্পানি।
গ্রেফতারকৃত সুজন আহমেদ (২৭) শেরপুর জেলার সদর থানার শেখহাটি গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার উত্তর হিজলতলী গ্রামের আ. বারেক সরকারের বাড়ির ভাড়াটিয়া। নিহত মল্লিকা ওরফে মনিকা আক্তার (২৪) গাজীপুরের কালিয়াকৈর থানার উত্তর বাখবের গ্রামের মো. আজমত আলীর মেয়ে।
বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্প থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। র্যাব জানায়, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের কালিয়াকৈর থানার উত্তর হিজলতলীতে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আসামি সুজন আহমেদ তার স্ত্রী মল্লিকা মনিকা আক্তারকে ধারালো বটি দিয়ে আঘাত করে। স্বুক ও মুখে গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলে প্রাণ হারান মনিকা। আশপাশের লোকজন চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মো. আজমত আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১ ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি সুজন আহমেদকে গ্রেফতার করে। তার কাছ থেকে নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন তার স্ত্রীর হত্যার কথা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ