যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম খয়রাত হোসেন। বুধবার বাদীর এ সংক্রান্ত এক আবেদনের ওপর শুনানি শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাহাবুব হোসেন সরকার।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর খয়রাত হোসেন যশোর আদালতে এ মামলাটি দায়ের করেছিলেন। এ ঘটনায় ওই সময় আরও দুটি মামলা করেছিলেন চৌগাছার শাহাজান কবির ও ঝিকরগাছা শাহাজাহান আলী। মামলার অভিযোগ থেকে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্যের প্রেক্ষিতে খয়রাত হোসেন যশোর আদালতে মানহানির মামলা করেন।
বিডি-প্রতিদিন/শআ