কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা ভাটারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুর রাজ্জাক দুপুরে নিজ পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যান। এ সময় অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্টে হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। তিনি স্থানীয় মুদি দোকানি।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম