তারা মিয়ার কান্ডগুলো
নিয়মকানুন ছাড়া,
চলতি পথে পথিক দেখে
ডেকে বলেন দাঁড়া।
পথিক যত বিনয় করে
বলেন আছে তাড়া,
তারা মিয়া এসব কিছুর
দেয় না কোনো সাড়া।
দিনে রাতে সব সময়
মেজাজ থাকে বাড়া,
যখন তখন অন্যের ঘরে
দেবেন কড়া নাড়া।
অনেক টাকা খরচা করে
মাইক এনে ভাড়া,
গভীর রাতে চিৎকার করে
মাতায় নিজের পাড়া।