বর্ষা শেষে শরৎ আসে
জুই চামেলি ফোটে,
ফুলের প্রেমে অলি পাগল
গুন গুনিয়ে ছুটে।
বিলের জলে শাপলা ফোটে
পাপড়ি মেলে হাসে,
প্রভাত বেলা শিশির কণা
হাসে দূর্বা ঘাসে।
শরৎ এলে শিউলি ফোটে
ভ্রমর আসে গাছে,
নীল গগনে মেঘ বালিকা
ছন্দ করে নাচে।
বর্ষা শেষে শরৎ আসে
জুই চামেলি ফোটে,
ফুলের প্রেমে অলি পাগল
গুন গুনিয়ে ছুটে।
বিলের জলে শাপলা ফোটে
পাপড়ি মেলে হাসে,
প্রভাত বেলা শিশির কণা
হাসে দূর্বা ঘাসে।
শরৎ এলে শিউলি ফোটে
ভ্রমর আসে গাছে,
নীল গগনে মেঘ বালিকা
ছন্দ করে নাচে।