আমি খুকু বিশাল আকাশ
অনেক ভালোবাসি
ফুলের সাথে সখ্য গড়ি
ফুলের সাথে হাসি।
পাখির সাথে আমি খুকু
বলি মনের কথা
ভালোবাসি বন-বনানী
সবুজ তরুলতা।
নদীর তীরে বসে থাকি
নেইতো কোনো মানা
সবুজ ঘাসে মনের সুখে
নাচে ফড়িং ছানা।
কী আনন্দ! আমার গাঁয়ের
মেঠো পথে হাঁটি
আমি খুকু ভালোবাসি
বাংলাদেশের মাটি।