টট্টু একটা ছোট্ট মশা। একদিন এক গৃহস্থ বাড়ির সামনে দিয়ে সে উড়ে যাচ্ছিলো। রাত তখন দশটা। জানালা দিয়ে সে দেখলো, ভিতরে দুই-তিন বছরের একটা বাচ্চা। বাবা-মা বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু বাচ্চাটা কিছুতেই খেতে চাচ্ছে না। টট্টুর ইচ্ছে হলো বাচ্চাটার গালে একটা কামড় বসিয়ে দিবে। সে জানে বাবা-মায়ের সামনে কাজটা ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু টট্টু লোভ সামলাতে পারলো না। সে জানালা দিয়ে ভিতরে ঢুকে গেল। কিন্তু কামড় বসানো তো দূরে থাক, ভিতরে ঢুকতেই বাবাটা খপ করে তাকে দুই হাতে চাপা দিয়ে দিলো। অবশ্য আঙুলের ফাঁক দিয়ে চোখের পলকেই বের হতে কোনো সমস্যা হলো না তার। বের হয়ে টট্টু একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এই পৃথিবীতে মানুষের যত অধিকার, মশারও ঠিক ততটুকুই অধিকার। সৃষ্টিকর্তা মশাদের জন্য খাবার হিসেবে রক্ত নির্ধারণ করে দিলে মশারা কী করবে? পৃথিবীর মানুষ যে কেন বোঝে না তা কে জানে! যাই হোক, এত কিছুর পর আর এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না! কিন্তু টট্টুও নাছোড়বান্দা! সে পাশের ঘরে গেল। এটা এ বাড়ির বড় মেয়ের ঘর। মেয়েটার ছয়-সাত বছর বয়স হবে। বিছানার ওপর ঘুমচ্ছিলো সে। টট্টুর ইচ্ছা ছিলো, এ বাড়ির একজনকে হলেও কামড় দিবে, কিন্তু মেয়েটার মায়াভরা চেহারাটার দিকে তাকিয়ে আর কামড় দিতে ইচ্ছে করলো না। হঠাৎ টট্টুর চোখ পড়লো মেঝেতে ছড়িয়ে থাকা রং-তুলিগুলোর দিকে। টট্টুর এসবের দিকে সবসময়ে চোখ আটকে যায়। ওর ধারণা, ও মানুষ হয়ে জন্মালে নামকরা শিল্পী হতো। রঙের কয়েকটা শিশি খোলা ছিল। তো টট্টু উড়ে গিয়ে একটা শিশির মধ্যে বসলো। ব্যাস! অমনি টট্টুর ছয় পায়ে রং লেগে গেল। পাশেই একটা সাদা কাগজ পড়ে ছিল। টট্টু উড়ে গিয়ে কাগজটার ওপর বসলো। খানিকক্ষণ সে হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ টট্টুর খেয়াল হলো, সকাল হতে চলেছে। সে বের হয়ে যাচ্ছিলো, তখন কী মনে করে পেছনে ফিরে তাকালো। তখন সে মেয়েটার মা কে দেখতে পেল। উনি সম্ভবত মেয়েকে ডাকতে এসেছিলেন। কিন্তু এখন উনি গভীর বিস্ময়ে তাকিয়ে আছেন ওই কাগজটার দিকে! মেয়েটা এতক্ষণ ওয়াশরুমে ছিলো। তবে এখন মা’র পেছনে এসে দাঁড়িয়েছে। মা মেয়েকে দেখে বললো, ‘সোনা, এটা কী এঁকেছ? মনে হচ্ছে কোনো শিল্পীর হাতের কাজ!’ মেয়েটা বললো, ‘আমি তো এটা আঁকিনি?!’ মা অবাক হয়ে বললো, ’তাহলে কে আঁকলো?’ এই দৃশ্য দেশে টট্টু মশা হাসতে হাসতে উড়ে চলে গেল।
শিরোনাম
- পাকিস্তানে তেল-গ্যাসের নতুন বিশাল খনির সন্ধান
- ১০ ট্রাক অস্ত্র মামলায় ফের যুক্তি উপস্থাপন আজ
- বুমরাহকে কেন টেস্টে অবসর নিতে বলছেন শোয়েব আখতার?
- যে কারণে সিরিয়ার সর্বোচ্চ পর্বত তড়িঘড়ি দখল করে নিল ইসরায়েল
- আদানির বিপুল দায় মেটাতে হিমশিম, এডিপি কাটছাঁট
- রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন গুলবাদিন
- ‘আজব আনপ্লাগড’ কনসার্ট নিয়ে জয়-এলিটা
- সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১৭০
- সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- পাকিস্তানের ৬০ কোটি ডলারের ঋণ বাতিল করলো বিশ্বব্যাংক
- অবৈধভাবে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক
- রাজস্বে চার মাসে ঘাটতি ৩১ হাজার কোটি টাকা
- রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালের সঙ্গে ভাইয়েকানোর ড্র
- শেষ মুহূর্তে জোতার গোলে ১০ জনের লিভারপুলের ড্র
- ইউনের অভিশংসন: সাংবিধানিক আদালত বসবে সোমবার
- ইতালির নাগরিকত্ব পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা