বন্যার শুরু থেকেই বানভাসিদের জন্য চিন্তা প্রকাশ করছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। একটি টিম নিয়ে বানভাসিদের উদ্ধারেও গেছেন অভিনেত্রী। রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন- ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এইটা শুধুমাত্র একটা গান না, এইটা জাতিগতভাবে আমাদের পরিচয়। আমরা প্রতিবাদী আমরা বিপ্লবী আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা।’ দেশকে বাঁচানোর অঙ্গীকার উল্লেখ করে চমক লিখেছেন- ‘যেকোনো দুর্যোগ, হোক সেটা প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট, আমরা সেটাকে বুক পেতে হাসিমুখে প্রতিহত করতে পারি। আমরা যেমন রাজপথে দুই হাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছোবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি। পৃথিবীর যত বড় পরাশক্তিই হোক না কেন, আমাদের ভাসিয়ে দেওয়া উজাড় করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া এত সহজ না! কারণ আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে জানি। তাই আপাতত চোখের সামনে অনেকগুলো হাসিমুখ দেখছি, যারা সারা দিন পানির মধ্যে যুদ্ধ করে, দুটো শুকনো টোস্ট আর গুড় খেয়েও প্রাণ খুলে হাসছে, আর প্রস্তুতি নিচ্ছে কালকের যুদ্ধের জন্য।’