কেমন চলছে কাজ?
চলছে ভালোই, আলহামদুলিল্লাহ! এখন কাজের ক্ষেত্রে অনেক সিলেকটিভ হচ্ছি। ভালো কাজের জন্য বুঝেশুনে কাজ করছি। আমি ক্যারিয়ারে অনেক কমেডি বা ফানি নাটক করেছি। তবে এখন থেকে সিরিয়াস ও গল্পনির্ভর কাজ করছি। সামনেও করতে চাই।
বন্যার্তদের সাহায্যার্থে বন্যাদুর্গত এলাকায় ছিলেন...
বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে সবাই দাঁড়াচ্ছে। মিডিয়ার মানুষও দাঁড়িয়েছে। তাই আমিও অনুপ্রাণিত হয়ে একটি ফান্ড তৈরির উদ্যোগ নেই। এ উদ্যোগে আমার পাশে আমার পরিবার, নাটকের কিছু সহকারী পরিচালকও ও বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছোট ভাইবোন ছিল। সব মিলিয়ে আমরা ২০ জনের একটি টিম গিয়েছিলাম ফেনীতে। সেখানে এমন কিছু গ্রাম আছে, যেখানে ত্রাণ সেভাবে পৌঁছেনি। আমরা এরপর স্থানীয় কিছু মানুষকে সঙ্গে নিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছি প্রায় ৪০০ পরিবারের মধ্যে। আসলে মনে হয়েছে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই তাদের পাশে দুই দিন থেকেছি। এরপর ঢাকায় এসে আবারও ফান্ড সংগ্রহ করার চেষ্টা করছি। লক্ষ্মীপুরের অজপাড়াগাঁয়ে যাওয়ার প্ল্যান। যেখানে আমরা রান্নাসামগ্রী নিয়ে আশ্রয়কেন্দ্রে দিয়ে দেব। আর শুকনা খাবার, ওষুধজাতীয় জিনিসগুলো হাতে হাতে বিতরণ করব।
এ সময়ে নাটকের বাজেট নিয়ে সন্তুষ্ট?
আসলে ভালো কাজে বাজেট সবসময় ম্যাটার করে। বাজেট ভালো না হলে নিম্নমানের কাজ হয়। প্রজেক্ট ভালো হয় না। তবে বাজেট কিন্তু বেড়েছে। ভালো বাজেটে নাটক নির্মিত হচ্ছে। আমি সন্তুষ্ট।
নাটক-সিনেমায় সিন্ডিকেট নিয়ে মন্তব্য।
ফিল্মের ব্যাপারটা বলতে পারব না, তবে নাটকের বিষয় জানি। যখন যার যে পরিমাণ খ্যাতি থাকবে তখন সবাই তাকে নিয়েই কাজ করতে চায়। তবে কোনো কিছুই পারমানেন্ট না। অবশ্য সিন্ডিকেট নিয়ে মাথা ঘামাই না। মেধা থাকলে কেউ কখনো আটকায় না।
ছোট পর্দায় অনেক কাজ হলো, সিনেমায় কবে?
আমি তো করতেই চাই। কিন্তু ব্যাটে-বলে মিলছে না যে! আমি কী করব? ভালো স্ক্রিপ্ট তো পাচ্ছি না, আর এখন তো ইন্ডাস্ট্রিতে অনেক সুঅভিনেত্রী বা মুভিস্টার আছেন। তারা তো সবার প্রথম অপশন। এরপর দ্বিতীয় অপশন হিসেবে আমরা।
সম্পর্ক রয়েছে, প্রেমিকও প্রস্তুত-বিয়ে কবে হচ্ছে?
বিয়ে নিয়ে এখনই ভাবছি না। আপাতত কাজে সিরিয়াস হতে চাই।