আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সমাজমাধ্যমের পাশাপাশি রাস্তায় নেমেও প্রতিবাদ করতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে এর মাঝে নানা তির্যক মন্তব্যও ধেয়ে এসেছে তাঁর দিকে। কখনো প্রতিবাদী জমায়েতে আন্দোলনকারীদের সঙ্গে নিজস্বী তোলার জন্য, কখনোবা আসন্ন ছবি ‘টেক্কা’র প্রচার করায় ট্রোলড হয়েছেন। বৃহস্পতিবার সমাজমাধ্যমের পোস্টে স্বস্তিকা লিখেছেন- ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এতকিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এতকিছু জানে আমার ব্যাপারে, যা আমিই জানি না।’
তিনি লিখেছেন- ‘কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।’ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের রোষের মুখেও পড়েছেন স্বস্তিকা। ইন্ডাস্ট্রির স্বজনপোষণ প্রসঙ্গে শ্রীলেখার দাবি- বেশ কয়েকজন অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের সঙ্গে প্রেম করে কাজ পান। সেই অভিনেত্রীদের মধ্যে একাধিকবার স্বস্তিকার নাম নিয়েছিলেন তিনি। এ দিনের পোস্টে স্বস্তিকা ব্যঙ্গ সুরে লিখেছেন- ‘ওহ আর একটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গিয়েছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না।’