রায় ঘোষণার আগে থেকেই প্রশাসন ছিল সতর্কাবস্থায়। কেউ কোনো প্রকার নাশকতা এবং আতঙ্ক সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
আদালত ভবন ও তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় জানিয়ে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বলেন, সকাল থেকে আদালত ভবন ও তার আশপাশের এলাকায় সাধারণ জনগণের চলাচলে তল্লাশি করা হয়েছে। আদালত ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া পুলিশের পাশাপাশি, আনসার, এবিপিএন ও র্যাব সদস্যরাও উপস্থিত ছিল।
এদিকে, রায় প্রত্যাখ্যান করে আদালত ভবনের নিচে মিছিল ও সমাবেশ করে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা। এ সময় উপস্থিত ছিলেন আসামি পক্ষের আইনজীবী এসইউএম নুরুল ইসলাম, আবদুস সাত্তার, কামরুল ইসলাম সাজ্জাদ, মফিজুল হক ভূইয়া প্রমুখ।