শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ হয়েছে গায়ক বাপ্পা মজুমদারের নতুন একক গান ‘শহরের চোখ’। গানটি শোনা যাচ্ছে বাপ্পার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
'চেনা বন্ধুর বাজে রিং- টোন, এড়াতে চায় শহরের চোখ'- গানের গীতিকার আতিউর রহমান। এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজেই। এছাড়া নিজস্ব প্রযোজনা বিএম ওয়ার্কস্টেশন থেকে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘শহরের চোখ’ গানটি নিয়ে বাপ্পা বলেন, "প্রতিটি উৎসবে ভক্ত-শ্রোতাদের বাড়তি কিছু প্রত্যাশা থাকে। সে প্রত্যাশা পূরণেই এই আয়োজন। স্বকীয়তা ধরে রেখেই কিছুটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। আশা করছি অনুরাগীদের পাশাপাশি নতুন প্রজন্মের শ্রোতার গানটি ভালো লাগবে।"
এদিকে বাপ্পা তার ইউটিউব চ্যানেলে তার একক কনসার্ট ‘অডিসি’র গানগুলো ধারাবাহিক প্রকাশ করে যাচ্ছেন । চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল ‘অডিসি’ শিরোনামে কনসার্টটি।
গানের ভুবনে বাপ্পার তিন দশকের পরিক্রমাকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন করা হয়েছিল। যেখানে এই শিল্পীর একক, দ্বৈত, মিশ্র অ্যালবামের পাশাপাশি ব্যান্ড দলছুট এবং সিনেমায় গাওয়া ও সুর করা কিছু গান নতুনভাবে পরিবেশন করা হয়। লাইভ এই গানগুলোই ইউটিউবে প্রচার করা হচ্ছে।
গত অগাস্টে 'এক কাপ চা’ শিরোনামের আরেকটি গানও গায়কের ইউটিউব চ্যানেলে এসেছিল। এছাড়াও দলছুট ব্যান্ডের ‘সঞ্জীব’ অ্যালবাম নিয়ে অনেক দিন ধরেই ব্যস্ত সময় পার করছিলেন বাপ্পা। গত এপ্রিলে প্রকাশ্যে এসেছে অ্যালবামটি। এই ব্যান্ডের যার হাত ধরে গড়ে ওঠা সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে।
‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ