বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, সামগ্রিক আর্থিক খাতের নিরাপত্তাবিধান করতে বাংলাদেশ ব্যাংককে আরও সতর্ক হতে হবে। কেননা বাংলাদেশ ব্যাংকই দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় অভিভাবক। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে খোয়া যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পুনরুদ্ধারেও উভয় পক্ষকে উদ্যোগ নিতে হবে। তবে এ ক্ষেত্রে দায়িত্বটা ফেডারেল রিজার্ভ ব্যাংকেরই বেশি। বাংলাদেশ ব্যাংকের কনফারর্মেশন ছাড়া বা রি-কনফার্মেশন না নিয়ে অর্থ ছাড় করা ঠিক হয়নি ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে খোয়া যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পুনরুদ্ধারেও উভয় পক্ষকে উদ্যোগ নিতে হবে। তবে এ ক্ষেত্রে দায়িত্বটা ফেডারেল রিজার্ভ ব্যাংকেরই বেশি। বাংলাদেশ ব্যাংকের কনফারর্মেশন ছাড়া বা রি-কনফার্মেশন না নিয়ে অর্থ ছাড় করা ঠিক হয়নি ফেডারেল রিজার্ভ ব্যাংকের। এ ক্ষেত্রে তাদের কারও কোনো অবহেলা ছিল কিনা তা-ও দেখতে হবে। সবার আগে দোষীকে চিহ্নিত করতে হবে। এরপর টাকা উদ্ধার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংককে আগে শিক্ষা নিতে হবে। কেননা এর আগে অভ্যন্তরীণ খাতে বিভিন্ন জালিয়াতির ঘটনা ঘটেছে। সেগুলোর কোনো সুরাহা হয়নি। মাত্র কয়েক দিন আগে এটিএম বুথ থেকে মোটা অঙ্কের আর্থিক জালিয়াতি ঘটেছে। সে ঘটনারও সম্পূর্ণ সুরাহা হয়নি। যদিও কয়েকজন সন্দেহভাজন ধরা পড়েছেন। এরই মধ্যে দেশের বাইরে গচ্ছিত রাখা রিজার্ভ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন হ্যাকাররা। এটা অবশ্যই উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় তথ্যপ্রযুক্তিগত সমস্যা থাকলে তার সমাধান করতে হবে। এ ক্ষেত্রে যদিও রিজার্ভ ব্যাংকের দায়িত্বটাই বেশি। তাদের কাছে তো আমরা অর্থ গচ্ছিত রেখেছি। সে ক্ষেত্রে কনফার্মেশন ছাড়া আমাদের অ্যাকাউন্ট থেকে অর্থ ছাড় করাটা তাদের উচিত হয়নি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তবে সবার আগে সমস্যা কোথায় হয়েছে তা চিহ্নিত করতে হবে। এরপর খোয়া যাওয়া অর্থ উদ্ধার করা যায় কীভাবে তা নিয়ে কাজ করতে হবে। আর বাংলাদেশ ব্যাংকের সুইফ কোড চুরির যে কথা বলা হচ্ছে তা যদি চুরি হয়ে থাকে সে বিষয়ও তদন্ত করে দেখা দরকার। এ ধরনের ঘটনার ফলে দেশের আর্থিক খাতের অভ্যন্তরে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা— জানতে চাইলে তিনি বলেন, অভ্যন্তরীণ খাতে এর কোনো প্রভাব পড়বে না। বরং এর আগে দেশের এটিএম থেকে টাকা চুরির ঘটনায় সাধারণ গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সে বিষয়েও কেন্দ্রীয় ব্যাংককে আরও সতর্ক হতে হবে। সমগ্র আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে মনে করেন ড. মোস্তাফিজুর রহমান।
শিরোনাম
- চলতি বছর বিএসসির বহরে যুক্ত হচ্ছে দুটি নতুন জাহাজ
- ভিক্ষুক সেজে চুরি, নারী চোর গ্রেফতার
- নোয়াখালীতে ঘুমের মধ্যে চার মাসের শিশুর মৃত্যু
- গাজীপুরের কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- ট্রাম্পের ফোন ধরছেন না মোদি, দাবি রিপোর্টে
- গাজায় শান্তি চুক্তি বিলম্বের চেষ্টা করছে ইসরায়েল: কাতার
- এশিয়া কাপ ২০২৫: এক নজরে অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড
- ৫ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ : বিডা
- যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করল ২৫ দেশ
- রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসি’র
- ধার পরিশোধ না করায় পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জনের পদাবনতি
- সত্যিই কি হৃদরোগে ভুগছেন ট্রাম্প?
- গাজায় হাসপাতালে দ্বিতীয়বার হামলার ন্যায়বিচারের আহ্বান জাতিসংঘের
- লালমনিরহাটে বহিষ্কৃত প্রধান শিক্ষককে স্থায়ীভাবে অপসারণের দাবি
- আদালত চত্বরে আসামিদের উপর নারীর হামলা, রক্তাত ২
- বিশ্ব বাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
- গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন সভা
- নবীনগরে প্রচণ্ড গরমে অসুস্থ ২২ ছাত্রী, হাসপাতালে ভর্তি ৪
- ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও
- ইউনাইটেড ফাইন্যান্সের মোবাইল অ্যাপ্লিকেশন ‘উমা’ উদ্বোধন
আর্থিক খাতে আরও সতর্ক হতে হবে
মানিক মুনতাসির
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর