সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন মাস বয়সী শিশু মোহাম্মদ আলীকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মা মনিজা খাতুনের বিরুদ্ধে।
সোমবার (১৯ মে) উপজেলার সুবর্ণসাড়া গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মা মনিজা খাতুনকে গ্রেফতার করা হয়েছে।
শিশুটির বাবা ইসহাক আলী বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মনিজা খাতুন মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, দেড় বছর আগে উপজেলার তামাই কলিয়াপাড়ার জানবক্সের ছেলে ইসহাক আলীর সঙ্গে মনিজা খাতুনের বিয়ে হয়। চার মাস আগে সন্তান জন্মের জন্য তিনি বাবার বাড়ি সুবর্ণসাড়ায় যান এবং সন্তান জন্মের পরও সেখানেই ছিলেন। পরিবারের দাবি, আগে মাথায় আঘাত পাওয়ায় মনিজা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, যার জেরে এমন ঘটনা ঘটতে পারে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, গত রবিবার রাত থেকে হঠাৎ করেই নিখোঁজ হন মনিজা খাতুন ও তার শিশু সন্তান। সোমবার সকালে তাদের খুঁজে না পেয়ে স্বজনরা এলাকায় মাইকিং করেন।
তিনি আরও জানান, পরে পৌরসভার একটি ফিলিং স্টেশনের পাশে মনিজাকে পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ