রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অনুমতি না থাকায় এক ব্যবসায়ীর ফুডকার্ট জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সেই ফুডকার্ট ছাত্রদলের এক কর্মীর কাছে হস্তান্তরের অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি ফুডকার্টটি ফেরত দেন। ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মী হাসিবুল ইসলাম হাসিব।
অভিযোগকারী ব্যবসায়ী আখতার হোসেন জানান, রমজানে অনুমতি বিহীন দোকান উচ্ছেদের সময় তার ফুডকার্টটি পরিবহন মার্কেট থেকে জব্দ করে এস্টেট দপ্তর। তখন জানানো হয়- টেন্ডার ছাড়া এটি ফেরত দেওয়া হবে না। অথচ বৈধ কাগজপত্র ও মালিকানার প্রমাণ থাকা সত্ত্বেও তা ফেরত দেওয়া হয়নি, বরং একজন ছাত্রনেতার কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে স্টোর শাখায় গিয়েও ফুডকার্ট না পেয়ে তিনি এস্টেট অফিসে অভিযোগ করেন। প্রশাসক বিষয়টিকে ‘ভুল’ বলে স্বীকার করেন এবং হাসিবুলকে ফোন দেন। এরপর হাসিবুল ইসলাম ফোনে আখতারকে হুমকি দেন। ঘটনার প্রচার হওয়ার পর হাসিব নিজেই দোকান ফেরত দেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসিবুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরের প্রধান মো. রজব আলী বলেন, ক্যাম্পাসে অনুমোদনবিহীন দোকান উচ্ছেদের সময় আখতারের দোকানও জব্দ করা হয়। সাধারণত এসব দোকান ফেরত দেওয়া না হলেও, তথ্যপ্রমাণ যাচাই করে বিশেষ বিবেচনায় দোকানটি ফেরত দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সে এখন দলের কেউ নয়, তাই দল তার দায় নিচ্ছে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ