বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
বরগুনা জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত বরগুনার সরকারি হাসপাতালগুলোতে মোট ৩,৯৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩,৮০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৬ জন।
স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তদের বেশির ভাগই মশাবাহিত ডেঙ্গু ভাইরাসের সাধারণ লক্ষণ যেমন—জ্বর, মাথাব্যথা, হাড় ও গাঁটে ব্যথা, বমি ইত্যাদি উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/আশিক