রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার ইস্পাহানি কলোনির একটি বাসা থেকে মোছা. সুফিয়া আক্তার (১০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা থানার এসআই মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক এলাকার একটি বাসার ঝরনার পাইপের সঙ্গে ওরনা দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্ত জন্য আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মেয়েটি সাইফুর রহমান খান নাঈম নামের চিকিৎসকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন, ওই বাসার গৃহকর্তা তার পরিবারসহ কক্সবাজার বেড়াতে গেছেন। ওই বাসায় আরো তিনজন গৃহকর্মী কাজ করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গৃহকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’
ওই বাসার ড্রাইভার আব্দুল আউয়াল বলেন, ‘মেয়েটি প্রায় এক বছরের বেশি ওই বাসায় কাজ করত।
ভোররাতে বাথরুমে যাবে বলে যায়। তার কোনো সারা-শব্দ না পাওয়ায় দরজা ভাঙার জন্য অনেক চেষ্টা করেও না পেয়ে দরজার পাশে জানালার গ্লাস ভেঙে দরজার লক খুলে দেখি বাথরুমের ঝর্ণার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে ভোরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’
বিডি প্রতিদিন/আশিক