রাজধানীর হাজারীবাগের ওয়াশপুর এলাকায় অভাব-অনটনের কারণে হতাশ হয়ে রেজুয়ান ইসলাম রাফি (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাজারীবাগ থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, চাকরি হারিয়ে এক মাস ধরে বেকার ছিলেন রাফি। অভাব-অনটনে হতাশ হয়ে পড়েন তিনি। এ নিয়ে পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে ঢাকায় নিজ ভাড়া বাসায় ফিরে যান। রাতে খাবারের জন্য তাকে ডাকতে গেলে দেখা যায় তিনি নিজ ঘরে দরজা বন্ধ করে রেখেছেন। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রাফির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
রাফি লক্ষ্মীপুর সদর উপজেলার খিদিপুর গ্রামের মো. মিলন মিয়া ও নিলুফা বেগমের ছেলে। এক বছর আগে ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে করেন তিনি। আগে সেলসম্যান হিসেবে কাজ করলেও বর্তমানে বেকার ছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ