প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গোপালগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের লঞ্চঘাট এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে পিআর পদ্ধতি চালুর দাবিতে স্লোগান দেওয়া হয় এবং বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।
এর আগে, জেলা মডেল মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি তসলিম হোসাইন সিকদারসহ উপজেলা শাখার নেতারা বক্তব্য দেন। বক্তারা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ