রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- এহসান উল্লাহ (৪০), আ. গফুর (৫০) ও মো. ছবির (৩৭)। আজ বৃহস্পতিবার সকালে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম কাপ্তানবাজার এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারি এহসান উল্লাহ, আ. গফুর ও ছবিরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ