দেড় মিলিয়ন ডলারের ট্যাক্স ফাঁকির মামলায় দোষ স্বীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ২০১৬ থেকে ২০১৯ অর্থবছরের ট্যাক্স দেননি বাইডেনের ছেলে হান্টার। এই মামলার শুনানি শুরুর দিন ৫ সেপ্টেম্বর ফেডারেল কোর্টে হাজির হয়ে হান্টার দোষ স্বীকার করেন। ফেডারেল জজ মার্ক সি স্কারসির এজলাশে হাজির হয়ে নির্দিষ্ট সময়ে ট্যাক্স প্রদান না করার কারণ দর্শিয়ে হান্টার বলেন, সে সময় তিনি মাদকাসক্ত ছিলেন। সেই আসক্তি থেকে পরিত্রাণের প্রক্রিয়ায় ছিলেন। তবে পরবর্তীতে অর্থাৎ ২০২১ সালে বকেয়া ট্যাক্স পরিশোধ করেছেন।
আদালতে হান্টার উল্লেখ করেন, আরও অনেক আমেরিকানের মতোই আমিও ঠিক সময়ে ট্যাক্স দিতে পারিনি এবং এ জন্য আমি দায়ী। তবে আমি মাদকাসক্ত ছিলাম বলে দায় এড়াতে পারি না। তবুও আমি কেন নির্দিষ্ট সময়ে ট্যাক্স পরিশোধ করিনি তার ব্যাখা প্রদানের জন্যই বিষয়টি উল্লেখ করলাম। মাদকাসক্ত থাকাবস্থায় আমি খেয়াল করতে পারিনি ট্যাক্স প্রদানের বিষয়টি। সে সময় আমি কেবলই ভেবেছি স্বাভাবিক জীবনে ফেরার।