শিকাগোর ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন গ্রহণ করেছেন। এদিন ঐক্যের বার্তা দিয়ে কমলা তার বক্তব্য শুরু করেন। এই বিশেষ দিনটি আরও বিশেষ হয়ে ওঠে কারণ এটি ছিলো তার দশম বিবাহবার্ষিকী।
কমলার স্বজনেরা তার এই মুহূর্তকে আরো স্মরণীয় করে তোলার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন। বিশেষ করে, তার ভাতিজির দুই সন্তান মঞ্চে উঠে জনতাকে কমলার নাম সঠিকভাবে উচ্চারণ করতে শেখানোর চেষ্টা করেন। এর আগেও কমলার নাম ভুলভাবে উচ্চারণ করার জন্য ট্রাম্পসহ বেশ কয়েকজন রিপাবলিকান নেতা সমালোচনার মুখে পড়েছেন। তাদের দাবি, এটি ভুলবশত হলেও, কমলার পরিবারের সদস্যরা এই ভুলকে সংশোধনের জন্য মঞ্চে এসেছিলেন।
কমলার স্বামী ডগ এমহফ তাদের বিবাহবার্ষিকীর খবর সপ্তাহের শুরুতে প্রকাশ্যে এনেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উপলক্ষে তিনি তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বিয়ের ১০ বছর। চিরদিন একসঙ্গে থাকতে চাই। শুভ বিবাহবার্ষিকী। আমি তোমাকে ভালোবাসি।’
এদিকে, সম্মেলনস্থলের বাইরে ফিলিস্তিন সমর্থনকারীরা গাজায় ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। আরও বিক্ষোভের আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অ্যারিজোনায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। কমলা হ্যারিসের বক্তব্যের সময় ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সম্মেলনমঞ্চে কমলার পরিবারের সদস্যরা কমলার ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরে বলেন, দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি পুরো দেশেই এমন ইতিবাচক পরিবর্তন আনবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল