ইরানে দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সেমনান প্রদেশের শাহরুদ শহরে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, ‘আজ সকালে শাহরুদ শহরে এক আইনজীবীর হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, অভিযুক্ত ব্যক্তি ২০ বছর বয়সী যুবক। তিনি স্বীকার করেছেন, একটি গ্যাংয়ের নির্দেশে আইনজীবীকে হত্যার জন্য তাকে নিয়োগ করা হয়েছিল। তবে ঘটনার আরও বিশদ বিবরণ দেয়া হয়নি।
এই মৃত্যুদণ্ড ইসলামি শরিয়া আইনের ‘প্রতিশোধ’ (কিসাস) বিধানের আওতায় কার্যকর করা হয়েছে। আইন অনুসারে, অপরাধীর মৃত্যুদণ্ডের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার প্রতিশোধের সুযোগ পায়।
ইরানে প্রকাশ্য মৃত্যুদণ্ডের ঘটনা খুবই বিরল। সাধারণত মৃত্যুদণ্ডের ঘটনা কারাগারের ভেতরেই কার্যকর করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আমনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরান প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা দেশের মধ্যে অন্যতম। কেবলমাত্র চীনের পরেই তাদের অবস্থান। এর আগে গত বুধবার কেন্দ্রীয় ইরানে একজন জ্যোতিষীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়
বিডিপ্রতিদিন/কবিরুল