ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের সমস্যার মূল কারণ হলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর উপস্থিতি। খামেনির দাবি, এই দেশগুলো মিছেমিছি শান্তির কথা বলে।
ইরানের অভিজাত নাগরিক, বিজ্ঞানী ও শীর্ষ ফলাফলধারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সাথে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী আলোচনার পর খামেনি এই বৈঠক করেন।
এসময় ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘যারা এই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলার প্রতিষ্ঠার নামে উপস্থিত রয়েছেন, তারাই মূল আমাদের অঞ্চলে সমস্যার বিশেষ করে সংঘাত যুদ্ধ, উদ্বেগ ও বৈরিতার মূল কারণ। এরা হলো আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো।’
খামেনি দাবি করেছেন, এই দেশগুলো নিজেদের সরিয়ে নিলেই কোনো রকম সন্দেহ ছাড়াই বলা যায়, এইসব যুদ্ধ সংঘাত পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সবাই নিজেদের শাসনে মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে থাকতে পারবে।
বর্তমানে লেবাননে হিজবুল্লাহবিরোধী অভিযান জোরদার করেছে ইসরায়েল। তারা এরইমধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। তার আগে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যা করেছিল ইসরায়েল।
বিডি প্রতিদিন/নাজমুল