ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমানঘাঁটিতে হামলে পড়েছে সেই খবর আগেই পাওয়া গিয়েছিল। এবার সামনে এলো স্যাটেলাইট চিত্র। দেশটির দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমানঘাঁটির হামলার ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে স্যাটেলাইট ছবিতে।
গত মঙ্গলবার রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই আকাশেই ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি বাহিনী। তবে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।
তবে স্যাটেলাইট ছবির বরাতে মার্কিন সংবাদ সংস্থা এপি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটির একটি এয়ারক্র্যাফট হ্যাঙ্গারের ছাদে বিশাল গর্ত হয়েছে। বিমানঘাঁটির প্রধান রানওয়ের কাছের ভবনগুলোর চারপাশেই ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে আছে।
নেভাতিম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ অনেক আধুনিক যুদ্ধবিমান রাখে ইসরায়েল। এয়ারক্র্যাফট হ্যাঙ্গারে যে সময়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সে সময় সেখানে কোনো বিমান ছিল কিনা, তা স্যাটেলাইটের ছবি দেখে বোঝা যায়নি।
স্যাটেলাইটের এই ছবির বিষয়ে জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল