ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর ‘দুর্দান্ত কাজের' প্রশংসা করেছেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা বিষয়ে তিনি বলেছেন, ‘এটি সম্পূর্ণ আইনি ও বৈধ।’
তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজের খুতবা দেন খামেনি। এসময় তিনি বহু মুসল্লির সামনে এ কথা বলেছেন।
খামেনির ভাষায়, ‘আমাদের সশস্ত্র বাহিনীর এই কাজ সম্পূর্ণ বৈধ ও আইনি। আমাদের সশস্ত্র বাহিনী যা করেছে তা হল এই নেকড়ে-সদৃশ শাসক এবং আমেরিকার পাগলা কুকুরের বিস্ময়কর অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি দিয়েছে।’
খামেনি এসময় শত্রুকে যথাযোগ্য জবাব দেয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরান তার কাজ করতে দেরি যেমন করবে না, তেমন তাড়াহুড়োও করবে না। খামেনির ভাষায়, ‘যা যৌক্তিক ও যুক্তিযুক্ত; রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনে ভবিষ্যতেও ঠিক তাই-ই করা হবে।’
এসময় হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে স্মরণ করেন খামেনি। নাসরুল্লাহর উদ্দেশে তিনি বলেছেন,‘আমার ভাই, আমার প্রিয় এবং আমার অহংকার, ইসলামি বিশ্বের ভালোবাসার মুখ এবং এই অঞ্চলের বলিষ্ঠ কণ্ঠস্বর, লেবাননের উজ্জ্বল রত্ন।’ ‘আমি তেহরানে জুমার নামাজে হাসান নাসরুল্লাহতে শ্রদ্ধা জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি। সেই সাথে সবার জন্য কিছু বার্তাও দিতে চাই।’
প্রায় চার বছর পর জুমার নামাজে খুতবা দিলেন খামেনি। এর আগে ২০২০ সালে তিনি জুমার নামাজে খুতবা দিয়েছেন। সে সময় মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাসেম সোলেইমানি। হত্যার কিছুদিন আগে থেকেই সোলেইমানির গতিবিধি অনুসরণ করা হচ্ছিল। তিনি যুক্তরাষ্ট্রের হিটলিস্টে ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল