শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে। স্থানীয় সময় রবিবার ভোর ৫টার পর রাজধানী ওয়েলিংটন থেকে ২৫ কিলোমিটার পশ্চিমের কুক স্ট্রেইটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দেশটির গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ভোর ৫টা ৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। উত্তরের অকল্যান্ড ও দক্ষিণ দ্বীপের ক্রাইস্টচার্চ পর্যন্ত এর কম্পন অনুভূত হয়েছিল।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ওয়েলিংটন থেকে ২৫ কিলোমিটার পশ্চিমের কুক স্ট্রেইটে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সবশেষ গত মঙ্গলবারও অঞ্চলটিতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/শআ