ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক দল হামাসের শীর্ষনেতা ইয়াহিয়া সিনওয়ার ‘সম্ভবত’ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। এই হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। আগস্টে তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর সিনওয়ার দলের প্রধান হিসেবে নিয়োগ পান।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘সম্ভাবনা রয়েছে যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে নির্মূল করা হয়েছে।’ বিষয়টি আইডিএফ তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি।
গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজায় অভিযানের সময় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই তিনজনের মধ্যে সিনওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল, এপি
বিডি প্রতিদিন/একেএ