গাজা প্রসঙ্গে নেতানিয়াহুকে অবস্থান বোঝালেন কমলা - মানুষজন ছুটে পালাচ্ছেন। কেউ দ্বিতীয়বার, কেউ তৃতীয়বার, কেউ আবার চতুর্থবার আস্তানা বদল করে ছুটছেন নিরাপদে মাথা গোঁজার জায়গা খুঁজতে
গাজা নিয়ে এত কড়া মন্তব্য শুনতে হবে তা হয়তো কল্পনা করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। সাক্ষাতের সময় কমলা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, সেখানে তিনি গাজার দুর্দশার বিষয়ে ‘চুপ’ না থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর ফলে একটা প্রশ্নও মাথা চাড়া দিয়েছে। তা হলে গাজা নিয়ে কি এবার যুক্তরাষ্ট্র নীতিতে সম্ভাব্য বদলের পূর্বাভাস দিলেন কমলা হ্যারিস?
অনলাইন বিবিসির খবরে তাদের আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে। খবরে বলা হয়, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় অনেকটা স্পষ্টভাবে কথা বলেছেন কমলা। তিনি বলেছেন যে তিনি গাজায় হতাহতের বিষয়ে উদ্বিগ্ন। হোয়াইট হাউসে তাদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমলা বলেছেন, এখনই গাজায় যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে গাজা ইস্যুতেই বেশি কথা বলেছেন কমলা হ্যারিস। সেখানে তিনি বেশ কয়েকবার গাজায় হতাহতের সংখ্যার দিকে ইঙ্গিত করে বলেছেন, ফিলিস্তিনিদের দুর্ভোগের দিকেও নজর রয়েছে। নেতানিয়াহু এ সময় ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টি উল্লেখ করলে কমলা তা স্বীকার করে গাজায় বহু নিরীহ বেসামরিক লোকজনের নিহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাংবাদিকদের কমলা বলেন, ‘গত নয় মাস গাজায় যা ঘটেছে তা বিধ্বংসী। এ নয় মাসে গাজায় এক ধ্বংসাত্মক ছবি উঠে এসেছে। শিশুরা মারা যাচ্ছে। নিরাপদ একটি আশ্রয়ের জন্য মানুষজন ছুটে পালাচ্ছেন। কেউ দ্বিতীয়বার, কেউ তৃতীয়বার, কেউ আবার চতুর্থবার আস্তানা বদল করে ছুটছেন নিরাপদে মাথা গোঁজার জায়গা খুঁজতে।’ কমলা আরও বলেন, ‘এমন একটি দুঃখজনক পরিস্থিতিতে মুখ ফিরিয়ে থাকা যায় না। যে পরিস্থিতি সেখানে রয়েছে, তাতে আমরা কিছু না করে চুপচাপ বসে থাকতে পারি না। আমি চুপ করে থাকব না।’
অবশেষে পেলেন বারাক ও মিশেলের সমর্থন : এর মধ্যেই বড় বড় ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পেয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে কমলা হ্যারিস আদৌ বারাক ওবামার সমর্থন পাবেন কি না, তা নিয়ে ছিল জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে, শেষমেশ মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন জিতে নিলেন কমলা হ্যারিস। মিশেলের পর এবার তাঁর স্বামী বারাক ওবামাও কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে সমর্থন জানিয়ে দিয়েছেন। অভিভূত কমলাও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন এ নিয়ে।
বারাক ওবামার সমর্থন পেয়েই কমলা হ্যারিস বলেন, ‘মিশেল.. বারাক, এটা আমার কাছে অনেক বড় বিষয়।