ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল নেপালে। ৪০ জন ভারতীয় নিয়ে নেপালের নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস। সংবাদ সংস্থা সূত্রে খবর, এ দুর্ঘটনায় অন্তত ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাসে যে যাত্রীরা ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গেছে। আহত হয়েছেন ১৬ জন। সংবাদমাধ্যম এএনআই নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, গতকাল নেপালের তনহু জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনো স্পষ্ট নয়।
দুর্ঘটনা প্রসঙ্গে তানাহুন জেলার ডিএসপি দীপকুমার রায়া সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘বাসটির নম্বর ইউপি এফটি ৭৬২৩, বাসটি পাহাড় থেকে সোজা নদীতে পড়ে যায়।
বর্তমানে নদীর ধারে বাসটি পড়ে রয়েছে।’ উত্তরপ্রদেশের রিলিফ কমিশনার জানিয়েছেন, রাজ্যের কোনো যাত্রী বাসটিতে আটকে আছেন কি না সেই নিয়ে উদ্ধারকাজ চলছে। ঘটনার জেরে মহারাজগঞ্জের সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেটকে নেপালের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে, সেই সঙ্গে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উদ্ধারকাজ নিয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ রাখবেন।