ভারতের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভার আসনের জন্য ভোট নেওয়া হবে একটি মাত্র দফায়। ভোট নেওয়া হবে ২০ নভেম্বর। গণনা ২৩ নভেম্বর। এ রাজ্যটিতে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৬৩ লাখ। অন্যদিকে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের জন্য ভোট দেওয়া হবে দুটি দফায়। প্রথম দফায় ১৩ নভেম্বর এবং দ্বিতীয় দফায় ২০ নভেম্বর। গণনা ২৩ নভেম্বর। ঝাড়খণ্ডে মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৬০ লাখ।
মহারাষ্ট্রে বর্তমানে ক্ষমতায় রয়েছে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন মহাহুতি জোট সরকার। এ জোটের অন্য শরিক দলগুলো হলো বিজেপি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি, অজিত পাওয়ার গোষ্ঠী)।
অন্যদিকে ‘মহা বিকাশ আঘারী’ (এমভিএ) বিরোধী দলের জোটে রয়েছে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এমসিপি, শারদ পাওয়ার গোষ্ঠী)। আসন্ন নির্বাচনে বিরোধী দলের জোটও ক্ষমতায় ফেরার প্রত্যাশায় রয়েছে।