ভোলার স্বাদের কাঁচা দই জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জিআই-৫৫ নম্বরে এই কাঁচা দই রপ্তানি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
জেলার চরাঞ্চলে হাজার হাজার মহিষের দুধ সংরক্ষণ করে কাঁচা দইয়ের উৎপাদন শত বছরের ঐতিহ্য। ভোলার মহিষের দুধে তৈরি কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য গত বছরের ১৯ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করেছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৯ নম্বর শ্রেণিতে পণ্যটি জিআই-৫৫ হিসেবে স্বীকৃতি পেয়েছে। পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. মুনিম হাসান স্বাক্ষরের পর গত ২৪ সেপ্টেন্বর বিষয়টি জানানো হয়। জিআই স্টেটাস প্রাপ্তি প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এই স্বীকৃতির মাধ্যমে পণ্যটির বাণিজ্যিকীকরণের সুবিধা বাড়ল। এখন এই কাঁচা দই রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে মানুষের অর্থনৈতিক উন্নতি ঘটবে।