বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে গতকাল বিকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হয়। বিকাল থেকে একের পর এক জেলা বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীদের আন্দোলন ছেড়ে আলোচনায় আসার আহ্বান জানান। তাঁর অনুরোধে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ চালু করে পবিস কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সন্ধ্যায় তাঁরা মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী ও শরীয়তপুরে বিদ্যুতের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পবিস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে মাহফুজ আলম সমস্যা সমাধান এবং আটককৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে আগামী রবিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেন পবিস কর্মকর্তারা। এ বিষয়ে আন্দোলনের সমন্বয়ক আবদুল হাকিম (এজিএম) জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমাদের দাবির বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন। মামলা প্রত্যাহার এবং আটকদের ছেড়ে দেওয়াসহ কোনো প্রকার হয়রানি না করার আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা। দেশের ৬৪টি জেলায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এসব সমিতিতে কর্মরত আছেন প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। তারা দেশের ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেন। দেশের মোট গ্রাহকের হিসেবে এটি প্রায় ৮০ শতাংশ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বোর্ডের কাছে বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন। দাবি আদায়ে প্রায় ১০ মাস ধরে তারা আন্দোলন করেন। আর এ আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন এমন ২০ জন কর্মকর্তাকে গত বুধবার চাকরিচ্যুত করা হয়। এতে কয়েক জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়। এর আগে গতকাল দুপুরে এই কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদের চাকরিচ্যুত করার প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। সেই সঙ্গে দুই দফা দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দেন। গতকাল সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেন। গত বুধবার শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ ছাড়াও নির্দেশনা অবজ্ঞাসহ কয়েকটি অভিযোগ এনে চাকরিচ্যুত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও তাদের চাকরিচ্যুত করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে এসব মামলা প্রত্যাহারের পাশাপাশি চাকরি অব্যাহতির আদেশ প্রত্যাহার না করলে সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির হুঁশিয়ারি দেন সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। এই সময় তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিও জানান। এ অবস্থায় গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি আন্দোলনে যাচ্ছে। আমি তাদের বলেছি-আলোচনায় আসতে। তাদের অধিকাংশ ন্যায্য দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিও দ্রুত মেনে নেওয়ার চেষ্টা করা হবে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনা বেগম বলেন, দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। বিদ্যুৎ চালুর ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। মাঠপর্যায়ের সমিতির অফিসগুলো এ নিয়ে কাজ করছে।
শিরোনাম
- ঢাকা-জয়দেবপুর রুটে চালু হচ্ছে চার জোড়া কমিউটার ট্রেন
- ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা
- পৌষের আগেই জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার আভাস
- আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না : ডিবিপ্রধান
- ব্যর্থ লিটন, ২৬ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে বাংলাদেশ
- ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই : মঈন খান
- ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে বাঁচানো গেল না
- কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন লঙ্কান ক্রিকেটার ডিকভেলা
- সিরিয়ার নৌঘাঁটি থেকে সরে যাচ্ছে রাশিয়ার যুদ্ধজাহাজ
- সর্বকনিষ্ঠ দাবাড়ু বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ
- অভিযানে বাধা, কুষ্টিয়ায় ১০ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা
- ইন্টারনেট বন্ধ নিয়ে পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি
- বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি কষ্ট দেয়, দায় আমাদেরই : অনির্বাণ
- অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পরই মালাইকার জীবনে রহস্যময় ‘প্রেমিক’!
- বড়দিন ও থার্টি ফার্স্টে আতশবাজি-ফানুসে ডিএমপির নিষেধাজ্ঞা
- ফ্রান্সে স্বামীর সহায়তায় ১০ বছর ধরে স্ত্রীকে ধর্ষণে অভিযুক্ত ৫০ জন
- সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্ডানে ব্লিংকেন
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
- সাড়া ফেলেছে ইমরান-পড়শী-জীবনের 'কথা একটাই'
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
জেলায় জেলায় বিদ্যুৎ শাটডাউন
পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তা চাকরিচ্যুত আছেন গ্রেপ্তারও দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর