নৈরাজ্যবিরোধী সচেতনতা বাড়াতে বিএনপি নেতা নবীউল্লাহ নবীর নেতৃত্বে ঢাকা-৫ আসনের ৬৩, ৬৪ ও ৬৫ নং ওয়ার্ডে বিশাল শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় নবীউল্লাহ নবী বলেন, ‘আজকের এই শান্তি মিছিল ও পথসভা সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজের বিরুদ্ধে। আপনারা যদি সতর্ক থাকেন, তাহলে ছাত্র-জনতার অভ্যুত্থানের সুফল দেশবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তাদের সব অন্যায়ের বিচার হবে, কেউ পার পাবে না।’ মঙ্গলবার রাজধানীর কোনাপাড়া ও মৃধাবাড়িতে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগের উদ্দেশে নবীউল্লাহ নবী বলেন, ‘কি লাভ হয়েছে এত লুটপাট, জুলুম-অত্যাচার করে- ঠিকই তো আপনাদের পালিয়ে যেতে হয়েছে। পালিয়েও আপনাদের রেহাই হবে না, বিচার আপনাদের হবেই। তবে বাকশালী স্বৈরাচার সরকারের পতন হলেও পরাজিত শক্তি আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে চলেছে। তাদের কোনো ষড়যন্তই কাজে আসবে না ইনশাআল্লাহ। আমাদের নতুন বাংলাদেশে আর কোনো সন্ত্রাস-নৈরাজ্যের ঠাই হবে না।’
তিনি আরও বলেন, ‘এবারের আন্দোলন অভূতপূর্ব আন্দোলন। এ আন্দোলনে শিশু-কিশোর ছাত্র-জনতার সাথে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মীরা সবকিছু উজার করে দিয়েছেন। এ আন্দোলনে মেয়েদের অংশগ্রহণও নতুন নজির গড়েছে। সরকার পতনের এই অভ্যুত্থানে আমাদের ঢাকা-৫ আসনে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শত শত মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন স্বাধীনতাকে বৃথা যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।’
বিডি-প্রতিদিন/শফিক