থাইল্যান্ডের প্রবীণ রাজনীতিবিদ এবং প্রাক্তন সেনাপ্রধান প্রাওয়িত ওয়ংসুওনের বিরুদ্ধে সাংবাদিককে আঘাতের অভিযোগ তদন্ত করবে দেশটির পার্লামেন্ট। শুক্রবার এই ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, থাইপিবিএসের একজন সাংবাদিক নতুন প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্র সম্পর্কে তাকে প্রশ্ন করছিলেন। বিবিসি জানিয়েছে, প্রাওয়িত সাংবাদিক দুয়াংথিপ ইয়ামফপকে মাথায় আঘাত করেন।
একটি ভিডিওতে দেখা যায়, ৭৯ বছর বয়সী প্রাওয়িত একটি ভবন থেকে বেরিয়ে সাংবাদিক পরিবেষ্টিত অবস্থায় সাংবাদিকের মাথায় একাধিকবার আঘাত করছেন এবং বারবার জিজ্ঞাসা করছেন, ‘তুমি কী প্রশ্ন করছ? কী? কী?’
এই ঘটনার পর সাংবাদিক দুয়াংথিপ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। যার পরিপ্রেক্ষিতে থাই পার্লামেন্ট ঘটনাটি তদন্ত করার ঘোষণা দিয়েছে। প্রাওয়িত ছিলেন ২০০০ সালের শুরুর দিকে থাইল্যান্ডের সেনাপ্রধান এবং ২০১৪ সালে প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রকে ক্ষমতাচ্যুত করার সামরিক অভ্যুত্থানের একজন প্রধান স্থপতি।
বিডিপ্রতিদিন/কবিরুল