সবকিছু ঢেলে সাজানো জন্য একটি স্থায়ী সংস্কার কমিশন গঠন করতে হবে। এই কমিশনের অধীনে সরকারি চাকরির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, অধিকারসহ সকল ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে।
আজ "অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয়: নাগরিক ভাবনা" বিষয়ে সিপিডি সংলাপে বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর হোটেল লেকশোরে সিপিডি এই সংলাপের আয়োজন করে। এতে সাবেক আমলা, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যাংকার, শ্রমিক নেতা, ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সাবেক কূটনৈতিক নাসিমা ফেরদৌসী বলেছেন, সরকারি চাকরিতে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। কমপক্ষে ২৫ বছর চাকরি করতে হয়। তার আগে চাকরি ছেড়ে দিলে কোন সুবিধা পাওয়া যায় না। এটা বাতিল করতে হবে। একজন সরকারি চাকরিতে ঢুকবে যতদিন ইচ্ছা করবে, আবার সুযোগ সুবিধা যতটুকু পাবে নিয়ে বের হয়ে যাবে। আবার যদি ভবিষ্যতে যদি ঢুকতে চায় তখন পরীক্ষা দিয়ে ঢুকবে। বিশ্বের অধিকাংশ দেশেই এমন সুবিধা চালু রয়েছে। এটা করা গেলে শুধু সরকারি চাকরির উপর নির্ভরশীলতা থাকবে না, বেসরকারি চাকরিতেও মানুষের আগ্রহ বাড়বে।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, প্রশাসনকে বিগত সরকারের দোসরমুক্ত করতে হবে। তারা প্রশাসনে ঘাপটি মেরে আছে। প্রধানমন্ত্রীর পালানোর পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কোটা আন্দোলনের সহিংসতায় প্রায় ৭০০ মানুষের প্রাণহানি হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে। আর যাদের কারণে হাজার হাজার মানুষ আহত হয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের বিচার করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত