মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ত্রিপুরা সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানের একটি ফাঁড়ি বাগান মেকানীছড়া। এই বাগানের বাসিন্দা রাম সিং গড়। বয়স ১১৯ বছর। শরীরে বয়সের ছাপ পড়লেও এখনো তিনি কর্মক্ষম। গৃহস্থালি কাজের পাশাপাশি নিজের সব কাজ নিজেই করেন। চোখেও দেখেন ভালো। পড়তে পারেন, লিখতে পারেন। হাঁটতে পারেন, স্পষ্টভাবে কথাও বলতে পারেন। তবে শ্রবণশক্তি একটু কম। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ৬ আগস্ট ১৯০৫ ইংরেজি। বাবার নাম বুগুরাম গড়। মায়ের নাম কুন্তী গড়। জাতীয় পরিচয়পত্র নং- ১০২৪৯১৩৩৮৪। তবে রাম সিং গড়ের দাবি, তার সঠিক বয়স হবে ১৩০ বছর। স্থানীয়দের প্রশ্ন, তাহলে কি রাম সিং গড়ই এখন বিশ্বের প্রবীণ মানুষ? বর্তমানে গিনেস বুক রেকর্ডসে পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষ ১১৬ বছরের তমিকো ইতোকা। তিনি জাপানের বাসিন্দা। রাম সিং গড় বলেন, তাঁর পিতার আদি নিবাস ছিল ভারতে। চা বাগান আবাদের কারণে তার বাবা-দাদারা এ অঞ্চলে আসেন। বংশানুক্রমে তিনিও চা বাগানের কাজে যোগ দেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি বাগানের চকিদার ছিলেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হরিণছড়া চা বাগানের সব ম্যানেজার ও স্টাফরা পালিয়ে যান। কিন্তু তিনি পালাননি, বাগানেই থাকেন। শহরের প্রাচীন বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রাথমিক শাখায় তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ৬৫-৬৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন। এই সংসারে তার পাঁচ ছেলে তিন মেয়ে। আগের সংসারে ছিল শুধু একটি মেয়ে। ছেলেমেয়ে বিয়ে দিয়ে পেয়েছেন একাধিক নাতি-নাতনি। তাদেরও বিয়ে হয়ে গেছে। এখন নাতি-নাতনির সন্তানরা বিয়ের উপযুক্ত হয়ে গেছে। রাম সিং গড়ের ছেলে জগদিস গড় বলেন, ‘আমার বাবার অনেক বয়স হলেও এখনো তিনি কাজ করেন। প্রতিদিন প্রায় তিন কিলোমিটার হাঁটেন।’ নাতি মামনী গড় বলেন, ‘দাদা এখনো বেতের জিনিস তৈরি করতে পারেন। ঘরে বিদ্যুৎ নেই, কয়েকদিন হয় বেত দিয়ে একটি পাখা বানিয়েছেন।’ হরিণছড়া চা-বাগানের নিরেণ হাদিমা জানান, তিনি ১৯৬১ সালে বাগানে স্টাফ হিসেবে যোগ দেন। তখনই রাম সিংকে বৃদ্ধ দেখেছেন। স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ বলেন, ‘বয়সের দিকে রাম সিং গড় এখন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। গিনেস বুকে তার নাম পাঠানো উচিত।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, ‘আমি গিয়ে রাম সিং গড়কে দেখে এসেছি। গিনেস বুকে নাম পাঠানোর জন্য আমরা জেলা প্রশাসকের নিকট প্রস্তাব পাঠাব।’ মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, ‘প্রস্তাব এলে আমি যথারীতি পাঠিয়ে দেব।’
শিরোনাম
- দুদকের মামলায় গিয়াস উদ্দিন মামুনের খালাসের রায় বহাল
- জয়কে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতা মিজানুরের জামিন
- নওগাঁয় বৃষ্টির মতো ঝরছে শিশির, তিন দিনে কুয়াশার কারণে দুর্ঘটনায় নিহত ৬
- গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান
- গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- ওয়াসার ১৯ পদে তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
- বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
- বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম
- শুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
- ডর্টমুন্ডের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়
- ‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
প্রকাশ:
০০:০০, শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
বয়স ১১৯ বছর, এখনো কর্মক্ষম রাম সিং
স্থানীয়দের প্রশ্ন, তাহলে কি রাম সিংই এখন বিশ্বের প্রবীণ মানুষ? বর্তমানে গিনেস বুক অব রেকর্ডসে পৃথিবীর সবচেয়ে প্রবীণ ১১৬ বছরের তমিকো ইতোকা।
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
এই বিভাগের আরও খবর