দেশের সবচেয়ে সফল ক্লাব ঢাকা আবাহনী ঘিরে গতকাল দিনভর গুঞ্জন ছিল, তারা এবার ঘরোয়া ফুটবলে অংশ নেবে না। পেশাদার লিগে দলবদলের শেষ দিনে এ ধরনের গুঞ্জনে সমর্থকরা দুশ্চিন্তায় পড়ে যান। শোনা যাচ্ছে, মোটা অঙ্কের পারিশ্রমিকে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করলেও ক্লাব ম্যানেজমেন্ট তা নাকি কমিয়ে ৫-৬ লাখে নিয়ে আসে। এতে অনেক ফুটবলারই ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে ফুটবল ফেডারেশনে শোনা যায়, শেষ মুহূর্তে আবাহনী ফুটবলে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যার দিকে অবশ্য নিশ্চিত হওয়া যায় আবাহনী খেলবে। তবে অনেক খেলোয়াড়ই পারিশ্রমিকের আগাম কোনো টাকা পাননি। হয়তো মধ্যবর্তী দলবদলে এ নিয়ে সমস্যা হতে পারে আবাহনীর। এ প্রথম ঢাকা আবাহনী বিদেশি ফুটবলার ছাড়াই খেলতে যাচ্ছে। বিদেশি কোচের সঙ্গে চুক্তি হলেও তা বাতিল করে এখন দেশি কোচ খোঁজা হচ্ছে।
আবাহনী পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে। প্রতি মৌসুমে তারা বিগ বাজেটে শক্তিশালী দল গড়ে। এবার আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের অধিকাংশ কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ আবার গ্রেপ্তারও হয়েছেন। এমন পরিস্থিতিতে আবাহনী হঠাৎ করে বিপাকে পড়ে গেছে। যদিও এবার তারা মাঠে নামবে। কিন্তু আগামী মৌসুম থেকে কীভাবে দল চালাবে তা নিয়ে চিন্তিত সমর্থকরা। কেননা বর্তমান পরিস্থিতিতে কেউ কেউ আবাহনীকে সহযোগিতা করতে এগিয়ে আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত জনপ্রিয় এ ক্লাবটি কোথায় গিয়ে দাঁড়ায়?