বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অথচ গত পরশু রাতে শেষ হওয়া বাংলাদেশ পেশাদার ফুটবল লিগের ২০২৪-২৫ মৌসুমের দলবদলে কোনো ক্লাবই পাননি জামাল। কোনো ক্লাবই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি। শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছাড়া পেশাদার লিগের সব দল পরশু নিজেদের নিবন্ধিত খেলোয়াড়দের নাম জমা দিয়েছে বাফুফেতে। ঢাকা আবাহনী দল গড়েছে বিদেশি খেলোয়াড় ছাড়া। এক ঘণ্টার নোটিসে দল গড়েছে চট্টগ্রাম আবাহনী। শিরোপাপ্রত্যাশী দল গড়েছেন বসুন্ধরা কিংস ও মোহামেডান। জামাল গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দো মায়োতে খেলেছিলেন। সেখানে কয়েকটি ম্যাচ খেলার পর যোগ দেন আবাহনী লিমিটেডে। কিন্তু আবাহনীতেও প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে নিয়মিত খেলতে পারেননি। দেশের ফুটবল ইতিহাসে জাতীয় দলের অধিনায়ক কোনো ক্লাব পাননি, এটা নজিরবিহীন ঘটনা।