বাংলাদেশের সেমিফাইনাল খেলার শেষ আশাও প্রায় শেষ হয়ে গেল। কিঞ্চিত যেটুকু সম্ভাবনা ছিল তা ভেস্তে গেল সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় হারে। গতকাল শারজায় নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা ৮ উইকেটে হেরে যান। ম্যাচের আগের দিন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, সেমির আশা টিকিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে। বাস্তবে পাত্তাই পেলেন না। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ জ্বলে উঠে ক্যারিবিয়ান মেয়েরা সেমির আশা টিকিয়ে রেখেছেন।
আসলে জিতবেনই বা কীভাবে! প্রথমে ব্যাট করতে নেমে নিগাররা টার্গেট দিয়েছিলেন মাত্র ১০৪ রানের। ব্যাটিংয়ে একাই লড়েছেন নিগার। ৪ বাউন্ডারিতে ৪৪ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন তিনি। দিলারা আক্তারের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান। প্রতিপক্ষের রামহারাক ১৭ রানে ৪ ও ফ্লে চার ২৫ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান। ১০৪ রানের মামুলি লক্ষ্য নিয়ে ক্যারিবিয়ান মেয়েরা কোনো বিপর্যয়ে পড়েননি। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তোলেন তারা। অধিনায়ক ম্যাথিউসকে ৩৪ রানে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন মারুফা আক্তার। মাঝে স্টেফনি টেইলর ২৭ রান করে ক্রিজ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে। এরপর ৪৩ বল হাতে রেখেই হেসেখেলে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।