বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বর্তমান কমিটির ছয় বড় পদে থাকা পাঁচজনই এবারের নির্বাচনে নেই। সভাপতি কাজী সালাউদ্দিন আগেই নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদী আওয়ামী লীগ সরকার পতনের পর পদত্যাগ করেন। তিন সহসভাপতি কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন মহিও প্রার্থী হননি। শুধু সহসভাপতি ইমরুল হাসানই প্রার্থী হয়েছেন। তবে এবার তিনি সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করছেন। ২০২০ সালে প্রথমবার বাফুফে নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ভোটে সহসভাপতি হন তিনি। এর পেছনে কারণ ছিল আগেই ফুটবলের বিভিন্ন উন্নয়নে ভূমিকা রেখে কাউন্সিলরদের আস্থা অর্জন। বর্তমান কমিটির অনেকে নানা কাজে বিতর্কিত হলেও ইমরুল ছিলেন আলাদা। শত ব্যস্ততার মাঝেও চার বছর ফুটবলের উন্নয়নমূলক কাজে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন। মহানগরী লিগের উপকমিটির দায়িত্ব পেয়ে জুনিয়র লিগগুলোয় প্রাণের সঞ্চার করেন। গতবার মৌসুম শুরুর আগে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হয়ে অভিষেকেই নতুনত্ব আনেন।
ইমরুল হাসান দেশের শীর্ষস্থানীয় ক্লাব বসুন্ধরা কিংসের সভাপতি হয়ে দলের সাফল্যের ব্যাপারে যেমন ভূমিকা রাখেন, তার চেয়েও বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন দেশের ফুটবলের সেবায়। ঘরোয়া আসরে যে স্পন্সরের সংকট ছিল তা দূর হয়েছে তাঁরই মাধ্যমে। ঘরোয়া আসরে প্রায় প্রতিটি লিগে স্পন্সর আনার পেছনে তিনিই ভূমিকা রাখেন। ইমরুলের বিরুদ্ধে নির্বাচন করবেন তরফদার রুহুল আমিন। তরফদার এবার প্রথমে ঘোষণা দিয়েছিলেন সভাপতি পদে নির্বাচন করার। তাবিথ আউয়াল সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি অনেকটাই আড়ালে সরে যান। গুঞ্জন ওঠে, ২০২০ সালের মতোই ঘোষণা দিয়ে এবারও সভাপতি পদে নির্বাচন করবেন না। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। শেষ দিনে তাবিথসহ আরও তিনজন সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেও তরফদার নেই। তিনি তাঁর প্রতিনিধির মাধ্যমে সিনিয়র সহসভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র কিনেছেন। এ ব্যাপারে জানতে তরফদারের মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে নির্বাচনের ব্যাপারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে ইমরুল বলেছেন, ‘আমি মনোনয়নপত্র কিনেছি নির্বাচন করার জন্যই। এখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই।’ সহসভাপতি পদে জাতীয় দলের সাবেক তিন ফুটবলার ছাঈদ হাছান কানন, শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বিরসহ ১২জন মনোনয়নপত্র কিনেছেন। এ পদে চারজন নির্বাচিত হবেন। সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন ৪৩ জন। নির্বাচিত হবেন ১৫ জন। নির্বাচনে অনেক কিছু ঘটে থাকে। কারা শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবেন দেখার বিষয়।