রবিবার রাতে ঢাকায় ফিরেছে নাজমুল বাহিনী। এখন প্রস্তুতি নেবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের। আগের রাতে ঢাকায় ফিরে গতকাল বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ছিলেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নুরুল হাসান সোহানও। বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষে শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখতে তারকা সমৃদ্ধ দল গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্রথমবার খেলতে নেমে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর শিরোপা জেতা কঠিন হবে। চিটাগাং কিংস, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স ভিড়িয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আলো কেড়ে নেন ঢালিউড ও টালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান। এ ছাড়া উপস্থিত ছিলেন আরেক নায়ক নীরবও। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর। কয়টি ভেন্যুতে খেলা হবে এখনো নিশ্চিত করে জানায়নি বিসিবি।
বিপিএলের চলতি আসরের প্লেয়ার্স ড্রাফটের বেশ কিছু আলোচিত দিক ছিল। আগের আসরের তুলনায় পারিশ্রমিক কমানো হয়েছে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের। দল একটি কমে এবার খেলবে ৭টি। এবার ক্রিকেটার ধরে রাখার সুযোগ ছিল দলগুলোর। সেই সুযোগের সদ্ব্যবহার করে রংপুর ধরে রাখে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসানকে। দলটিতে খেলবে সৌম্য সরকারও। সরাসরি চুক্তি করেছে সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। গত বছর খেললেও এবার রংপুরে দেখা যাবে না সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন চিটাগাং ক্যাপিটালসে। রংপুর ভিড়িয়েছে দেশের সবচেয়ে দ্রুতগতির ফাস্ট বোলার নাহিদ রানাকেও। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে খেলবেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিক, তাওহিদ হৃদয়। নবাগত ঢাকায় খেলবেন মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন কুমার দাস। চিটাগাং কিংসে সাকিব ছাড়া রয়েছেন জাতীয় দলের তারকা বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন। নবাগত দুর্বার রাজশাহীর আলোচিত তারকা এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। প্লেয়ার্স ড্রাফট থেকে সিলেট নিয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এ ছাড়া দলটিতে রয়েছে স্থানীয় তারকাদের মধ্যে লোকাল তারকা জাকের আলী, তানজিম হাসান, জাকির হাসান। খুলনা টাইগার্সের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে দলটিতে খেলবেন তিনি। স্পিন অলরাউন্ডার ছাড়াও খুলনায় রয়েছেন পেসার হাসান মাহমুদ, আফিফ হোসেন, ইমরুল কায়েস। বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে নেই। প্লেয়ার্স ড্রাফটে থাকলেও দল পাননি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক এবং ওয়ানডে স্পেশালিস্ট মোসাদ্দেক হোসেন সৈকত ও মোসাদ্দেক আলী।
প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাক পায় দুর্বার রাজশাহী। প্রথম সুযোগে দলে ভেড়ায় ‘এ’ ক্যাটাগরির ৬০ লাখ টাকা মূল্যমানের তাসকিন আহমেদকে। দ্বিতীয় ডাকে ঢাকা দলে নেয় ‘এ’ ক্যাটাগরির ডান হাতি ওপেনার লিটনকে। চিটাগাং প্রথম ডাকে নেয় ‘বি’ ক্যাটাগরির ৪০ লাখ টাকা পারিশ্রমিকের শামীমকে। খুলনা নেয় ‘বি’ ক্যাটাগরির হাসান মাহমুদ, দলের পেস অ্যাটাক শক্তিশালী করতে রংপুর দলে ভেড়ায় ‘স্পিড স্টার’ নাহিদকে। সিলেট নেয় ওপেনার রনি তালুকদারকে। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল দলে ভেড়ায় দেশের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহকে। ভারতের বিপক্ষে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ১৪১ টি-২০ ম্যাচ খেলা মাহমুদুল্লাহ। শুরুর ছয় কলে দল পাননি টাইগার লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। সপ্তম ডাকে তাকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল। মাশরাফিকে সিলেট দলে ভেড়ায় দ্বিতীয় ডাকে।
স্থানীয় ক্রিকেটার ছাড়া বিদেশিদের মধ্যে খুব বেশি তারকা ক্রিকেটার নেই। রংপুর অবশ্য দলে ভিড়িয়েছে আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্স হেলসকে। এ ছাড়া দলটির বিদেশি ক্রিকেটার খুশদিল শাহ, আল্লাহ গাজানফার, স্টিভেন টেলর, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্পার ও সৌরভ নেত্রাভাল্কার। বরিশালের বিদেশি তারকা ক্রিকেটার কাইলি মেয়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, পাথুম নিশাঙ্কা। সিলেটের বিদেশি তারকা ক্রিকেটার পল স্টার্লিং, জর্জ মানচি, রাকিম কর্নওয়াল। খুলনার তারকা বিদেশি ওশান টমাস, মোহাম্মদ নাওয়াজ। ঢাকার তারকা বিদেশি থিসারা পেরেরা, জনসন চার্লস। চিটাগাংয়ের বিদেশি তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং রাজশাহীর তারকা ক্রিকেটার লাহিরু সামারাকুন।