চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টের এখনও বাকি দুইদিন। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩৫৭ রান। আর স্বাগতিক ভারতের প্রয়োজন ৬ উইকেট। টেস্টে ক্রিকেটে আগে যা করতে পারেনি কোনো দল, এবার সেটাই করে দেখানোর সুযোগ শান্তদের সামনে। তৃতীয় দিনের ব্যর্থতা ভুলে চতুর্থ দিনে নতুন শুরুর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান।
এর আগে ৫১৫ রানের প্রায় অসম্ভব লক্ষ্য ছুঁড়ে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়েছে ভারত। তৃতীয় দিন সফরকারী দল দারুণ সূচনা করলেও শেষ পর্যন্ত সেই ছন্দ ধরে রাখতে পারেনি। ইনিংস লম্বা করতে পারেননি জাকির, সাদমান, মুমিনুল ও মুশফিক। তাদের ব্যর্থতায় বাংলাদেশ এখন কতদূর যেতে পারে সেটাই এখন দেখার। চেন্নাইয়ে আলোর স্বল্পতায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে আগেভাগে। দিন শেষে সফরকারীদের স্কোর ৩৭.২ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৩৫৭ রান। ভারতের জিততে দরকার আর ৬ উইকেট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ