শঙ্কা উড়িয়ে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে নয় বছর পর প্রোটিয়ারা আসছে বাংলাদেশ সফরে।
সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ অক্টোবর থেকে। ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। এরপর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর থেকে। যার ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট। দুই ম্যাচের সিরিজ শেষ করে ৩ নভেম্বর নিজ দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা।
এর আগে সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সম্প্রতি ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল।
দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের সূচি
১৬ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশে আগমন
২১-২৫ অক্টোবর : প্রথম টেস্ট (শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
২৯ অক্টোবর-২ নভেম্বর : দ্বিতীয় টেস্ট (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৩ নভেম্বর : দক্ষিণ আফ্রিকার ঢাকা ত্যাগ।
বিডি-প্রতিদিন/বাজিত