জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। খেলে যাচ্ছিলেন ক্লাব ফুটবল। তবে এবার সবধরনের ফুটবলকে বিদায় বলে দিলেন ইনিয়েস্তা।
আগেই অবসরের ঘোষণা দেয়া ৪০ বছর বয়সি এই ফুটবলার সোমবার (৭ অক্টোবর) বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।
স্পেনের মিডফিল্ডার ইনিয়েস্তা ২০১৮ সালেই জাতীয় দল থেকে অবসর নেন। সেই বছরই ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে পাঁচ মৌসুম কাটানোর পর গত বছর আরব আমিরাতের ক্লাব এমিরেটসের হয়ে খেললেন এক বছর।
ইনিয়েস্তার পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০২ সালের অক্টোবরে বার্সেলোনার জার্সিতে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে সেরা সময়টা কাটিয়েছেন তিনি। সেখানে জিতেছেন সম্ভাব্য প্রায় সকল ট্রফি। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বার্সেলোনার হয়ে নয়টি লিগ শিরোপা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি মাঠে নেমেছেন ৬৭৪ ম্যাচে। নিজে গোল করেছেন ৫৭টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩৫টি গোল।
কোবের হয়ে খেলা পাঁচ বছরে একটি জে ওয়ান লিগসহ ইনিয়েস্তার শিরোপা মোট তিনটি। তাদের হয়ে সব মিলিয়ে ১৩৪ ম্যাচ খেলেছেন তিনি। ২৬টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। আর সংযুক্ত আরব আমিরাতে খেলা একমাত্র মৌসুমে মোট ২৩ ম্যাচে পাঁচটি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট আছে তার।
জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে তার গোল ১৪টি। লা রোহাদের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ