ক্রিকেটে পাকিস্তানের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসে তারা ৫৫০-এর ওপরে রান করে। এরপর ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান তুলে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে চতুর্থ দিনের শেষ বিকেলে। সেখান থেকেই কিনা দ্বিতীয় ইনিংসে ৫৪.৫ ওভারে ২২০ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচ হেরেছে ইনিংস ও ৪৭ রানে।
অবিশ্বাস্য এক হারে টানা ৬ টেস্ট হারতে হয়েছে অধিনায়ক শান মাসুদকে। ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না তারকা ব্যাটার বাবর আজম। টানা ১৮টি টেস্ট ইনিংসেও একটি ফিফটি নেই বাবরের। দলের ব্যর্থতায় এবার এই দুই ক্রিকেটারকে ধুয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।
নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে নিয়ে হতাশা প্রকাশ করে বাসিত আলী বলেন, ‘বাবর আজমের বিশ্রাম প্রয়োজন। বাবরেরই বলা উচিত—আমার বিশ্রাম দরকার। অন্য কেউ এমন পারফর্ম করলে হয়তো তিন ম্যাচ পরই বাদ পড়ত সে। এটাই রূঢ় সত্য।’
তিনি আরও বলেন,‘যথেষ্ট হয়েছে। (বাবরের ব্যাটিং দেখে) পুরো বিশ্ব হাসছে। এভাবে কেউ কি খেলে?’।
শান মাসুদের নেতৃত্বের নিয়ে বাসিত বলেছেন, ‘অধিনায়ক হিসেবে শান মাসুদ ব্যর্থ। আমি দেখে এসেছি যে শান মাসুদ একজন ওপেনার। তার ওপেন করা উচিত। কিন্তু সে তিন নম্বরে ব্যাটিং করে। এখন কী হবে? আপনি কাকে বাদ দেবেন? তার উচিত নিজের পজিশনে ব্যাটিং করা। সে তো অধিনায়কত্বও বোঝে না। এ দলটির কী হয়েছে? এটা দুঃখজনক।’
দলের ব্যর্থতার জন্য পিসিবি চেয়ারম্যানকেও খোঁচা দেন বাসিত। বলেন, ‘চেয়ারম্যান সবাইকে মুক্ত করেছেন। তিনি দায়িত্ব নিতে না পারলে তার পদত্যাগ করা উচিত।’
বিডি প্রতিদিন/নাজিম