হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসেরও বেশি সময় দূরে থাকা স্টোকস এবার ফিরলেন অধিনায়ক হয়েই। তার ফেরার ম্যাচে বাদ পড়ছেন ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান। এবার মুলতানে দ্বিতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে দুই দল। তার আগে আজ একাদশ ঘোষণা করেছে ইংলিশরা। যেখানে দুই মাস পর দলে ফিরলেন অধিনায়ক স্টোকস। তার অবর্তমানে ইংল্যান্ডের নেতৃত্ব দিচ্ছিলেন অলি পোপ। সোমবার ইসিবির ঘোষিত একাদশে স্টোকসের সঙ্গে ফিরেছেন ম্যাথু পটস।
পাকিস্তানের বিপক্ষে ফেরা নিয়ে স্টোকস বলেন, ‘খুব ভালো লাগছে দলে ফিরতে পেরে। মাঠে ফেরার জন্য মুখিয়ে আমি। রিহ্যাবের সময়গুলোতে কঠোর পরিশ্রম করেছি। ফিটনেস টেস্টে আমার অবস্থা বেশ উন্নত হয়েছে।’
ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ- বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জ্যাক লিচ, ম্যাথু পটস ও শোয়েব বশির।
বিডি প্রতিদিন/মুসা