রভম্যান পাওয়েল ও গুডাকেশ মোটির ঝড়ো দুটি ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে এনে দিল দেড়শ ছাড়ানো পুঁজি। এরপরও পাত্তাই পেল না ক্যারিবিয়ানরা। টপ অর্ডারের দারুণ ব্যাটিংয়ে বড় জয় তুলে নিল শ্রীলঙ্কা।
তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার জয় ৯ উইকেটে। ডাম্বুলায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ১৬৩ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজ লঙ্কানরা জিতল ২-১ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল তারা।
প্রথম ১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল কেবল ৫ উইকেটে ৬৮ রান। পরের তিন ওভারে পাঁচ ছক্কায় পাল্টে যায় চিত্র। ছয় নম্বরে নেমে অধিনায়ক পাওয়েল ২৭ বলে ৩ ছক্কা ও এক চারে করেন ৩৭ রান। সাত নম্বরে ৩ ছক্কা ও এক চারে ১৫ বলে ৩৭ রান করেন মোটি। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এর আগে ৬ ইনিংসে ব্যাট করে এই স্পিনারের সর্বোচ্চ ছিল অপরাজিত ৪।
লক্ষ্য তাড়ায় পাথুম নিসাঙ্কার ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসের পর ৭৬ বলে ১০৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকিটা সারেন কুসাল মেন্ডিস ও কুসাল পেরেরা। ৫০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রান করে ম্যাচের সেরা মেন্ডিস। ৩৬ বলে ৭ চারে ৫৫ করেন পেরেরা। আগামী রোববার থেকে পাল্লেকেলেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬২/৮ (কিং ২৩, লুইস ০, হোপ ১৮, চেইস ৮, রাদারফোর্ড ৬, পাওয়েল ৩৭, মোটি ৩২, শেফার্ড ১৮, অ্যালেন ৪*, আলজারি ২*; থিকশানা ৩-০-১৯-২, থুশারা ২-০-২৭-১, ওয়েলালাগে ৪-০-৩৬-০, হাসারাঙ্গা ৪-০-২৪-২, কামিন্দু ৩-০-২১-১, আসালাঙ্কা ২-০-১৪-১, পাথিরানা ২-০-১৫-১)
শ্রীলঙ্কা: ১৮ ওভারে ১৬৬/১ (নিসাঙ্কা ৩৯, কুসাল মেন্ডিস ৬৮*, কুসাল পেরেরা ৫৫*; অ্যালেন ২-০-২৩-০, আলজারি ৩-০-৩৮-০, মোটি ৪-০-৩১-১, শামার ২-০-২৬-০, শেফার্ড ৩-০-২৪-০, চেইস ৪-০-২৪-০)
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী শ্রীলঙ্কা
ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ