মাত্র এক রানের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাননি ভারতীয় ব্যাটার ঋষভ পন্ত। বেঙ্গালুরুতে আজ টেস্টের চতুর্থ দিনে ১০৫ বলে ৯৯ রানে থামেন এই ব্যাটার। তবে ইনিংসটি খেলার পথে টেস্টে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ভেঙেছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।
ভারতীয় উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম আড়াই হাজার রানের রেকর্ড ছিল ধোনির। ক্যারিয়ারের ৬৯তম ইনিংসে মাইলফলকটি ছুঁয়ে ফেলেছিলেন তিনি। তবে তার চেয়ে ৭ ইনিংস কম খেলে আজ নতুন রেকর্ড গড়েন পন্ত।
এই ম্যাচে আরেকটি রেকর্ড অবশ্য ভুলেই যেতে চাইবেন বাঁহাতি এই ব্যাটার। টেস্ট ইতিহাসে এই প্রথম ম্যাচের তৃতীয় ইনিংসে ৯৯ রানে আউট হলেন কোনো উইকেটরক্ষক ব্যাটার।
উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪৬২ রান। আর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০২ রান করায় দলটির জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১০৭ রান।
বিডি প্রতিদিন/এমআই